ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮২.১১ শতাংশ
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথম দিনের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৮২.১১ শতাংশ পরীক্ষার্থী। 

মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন ‘সি’ ইউনিটে সমন্বয়ক অধ্যাপক নাসিমা আখতার। 

তিনি বলেন, চার শিফটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে পরীক্ষার্থীর গড় উপস্থিতির হার ৮২ দশমিক ১১ শতাংশ।

জানা গেছে, সি ইউনিটে ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হয়। এতে প্রথম শিফটে ৮২.০৩ শতাংশ, দ্বিতীয় শিফটে ৮১.৯০ শতাংশ, তৃতীয় শিফটে ৮২. ০৭ শতাংশ এবং চতুর্থ শিফটে ৮২.৪৭ শতাংশ ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। 

এ বছর সি ইউনিটে ১ হাজার ৫৯৭টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭৬ হাজার ৩৫৪টি। ফলে প্রতি আসনে লড়ছে ৪৭ ভর্তিচ্ছু। এক ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা হয়। এতে ন্যূনতম পাশ নম্বর ছিল ৪০।

উল্লেখ্য, ৬ ও ৭ মার্চ বিশ্ববিদ্যালয় ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর (এ, বি, সি) তিন ইউনিটে কোটাসহ ৪ হাজার ৪৩৮টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৫৪ হাজার ৯৭৭ ভর্তিচ্ছু। প্রতি আসনে লড়ছেন ৩৫ জন শিক্ষার্থী। এ ইউনিটে ৭৪ হাজার ৭৮৫, বি ইউনিটে ৩৪ হাজার ৫৪১ এবং সি ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়েছে। একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদনের সুযোগ পেয়েছে। 

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর