ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয় : রং তুলিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ
ইবি প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রং তুলিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম।

জানা যায়, ক, খ ও গ ক্যাটাগরিতে এ প্রতিযোগতা অনুষ্ঠিত হয়। ‘ক’ ক্যাটাগরিতে শিশু শ্রেণি থেকে দ্বিতয়ি শ্রেণি পর্যন্ত ‘আমাদের বঙ্গবন্ধু’, ‘খ’ ক্যাটাগরিতে তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘সংগ্রামী বঙ্গবন্ধু’ এবং ‘গ’ ক্যাটাগরিতে ষষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির ছাত্রছাত্রীরা ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর