ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আজও উত্তপ্ত জবি ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
প্লাকার্ড হাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা

আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যায় ঘটনায় আজও উত্তপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিচারের দাবিতে আইন বিভাগের ব্যানারে শোক র‍্যালি ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

র‍্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বসে পড়েন। এ সময় অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে নানা স্লোগান দেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিচারহীনতার সংস্কৃতি চলছে যার পরিণতি অবন্তিকার মৃত্যু, অংকণ বিশ্বাসের মৃত্যু। এই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। প্রশাসন যদি যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর রাখতো, বিচারব্যবস্থার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নিতো; তাহলে আজ কোনো শিক্ষার্থীর প্রাণ ঝরতো না। অবন্তিকার মৃত্যুর ঘটনাসহ আগের সমস্ত ঘটনার বিচার চাই।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তির দাবি জানাই। সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে এ ধরনের ঘটনা ঘটবে না তার কোনো নিশ্চয়তা নাই। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর