ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ‘স্কুল অব বিজনেস অ্যান্ড ল’র সহযোগী অধ্যাপক ওলাভ ম্যুরলিংক। তিনি ফিউচার লিডারস প্রোগ্রামের প্রোগ্রাম লিডার হিসেবেও দায়িত্ব পালন করছেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।
এসময় উপস্থিত ছিলেন পিইউবির ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন মোল্লা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. আতর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. খালিদ হাসান।
বিভাগীয় প্রধানসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে সেমিনারে মূল বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মূল বক্তা ওলাভ ম্যুরলিংক।
বিডি প্রতিদিন/এমআই