ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইবিতে ঈদের নামাজ সকাল ৮ টায়, খাসি দিয়ে আপ্যায়ন
ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঈদ-উল আযহার নামাজ সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ অংশ নেবেন।

 হলের বিদেশি শিক্ষার্থী এবং ক্যাম্পাসে থাকা নিরাপত্তা কর্মীদের জন্য দুটি বড় জাতের ছাগল কুরবানি করা হবে।

শনিবার বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাসহ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। আমরা কঠোর থেকে কঠোরতার সাথে বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষণ করছি। বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ স্থান, আবাসিক হল, মেইন গেট, পকেট গেটসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘ঈদ মানে আনন্দ। ইবি পরিবারের সকলকে শুভেচ্ছা জানাই। আমরা যখন যুবক বয়সে ছিলাম তখন ঈদের আনন্দ উপলব্ধি করেছি। তবে এখন দায়িত্বের কারণে ওইভাবে সুযোগ হয়ে ওঠে না। তবে এবার দুই ছেলে দেশে এসেছে। ক্যাম্পাসে নিজের পরিবার এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে ক্যাম্পাসে ঈদ করব এটাও অনেক আনন্দের।’

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর