ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জাতীয় ছাত্র সমাজের শুভকামনা
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে দেশের সব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীদের শুভকামনা জানিয়েছে জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ।

রবিবার (৩০ জুন) জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আল মামুন এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের শুভকামনা জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, দীর্ঘ ১২ বছর সাধনার পর পরীক্ষার মাধ্যমে জীবনের দ্বিতীয় ধাপ অতিক্রম করতে যাচ্ছেন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। আজকের সব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আগামী দিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার বদলে রাজনীতি সচেতন হয়ে উঠবে, তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এটাই প্রত্যাশা। 

পরীক্ষার্থীদের জন্য যানজট মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কৃর্তপক্ষের প্রতি আহ্বানও জানান জাতীয় ছাত্র সমাজের সভাপতি ও সম্পাদক।

 

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর