ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সর্বজনীন পেনশন; অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শাবিপ্রবি শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করেছেন হযরত শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকরা। রবিবার সামাজিক অনুষদ ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন। সোমবার থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। 

রবিবার কর্মবিরতি চলাকালে শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মো. আলমগীর কবীরের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির নেতারা। 

শিক্ষক নেতারা সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক উল্লেখ করে বলে, ‘এই প্রজ্ঞাপন সর্বজনীন নয়, এটা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে বৈষম্যমূলক আচরণের শামিল। আমরা সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছি।’

শাবি শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সর্বজনিন পেনশন স্কিমের প্রজ্ঞাপন বৈষম্যমূলক। সোমবার  থেকে দাবি  না মানা পর্যন্ত  অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে। এসময় শাবিপ্রবিতে কোন ধরনের ক্লাস-পরীক্ষা চলবে না।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর