ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জবি ছাত্রলীগের নানা অপকর্মের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্প্রতি প্রশ্ন ফাঁস, মাদক সেবন, টেন্ডার বাণিজ্য ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিরুদ্ধে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের লক্ষে নিম্নোক্ত তদন্ত কমিটি গঠন করা হলো এবং সাত দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।'

তদন্ত কমিটির দুই সদস্য হলেন- বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহমেদ রাসেল ও যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ বলেন, আমাদের কাছে বিভিন্ন অভিযোগ এসেছে। সে অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তবে অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 'তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পরে জানা যাবে মূল কারণ।'

উল্লেখ্য, এর আগে মেয়াদোত্তীর্ণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসাইনের বিরুদ্ধে মেডিকেলের প্রশ্ন ফাঁস, যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন চৌধুরী পিংকুর মদ্যপানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, বিশ্ববিদ্যালয়ের সকল টেন্ডার সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনের নিয়ন্ত্রণে রাখা, সদরঘাট এলাকায় সুমনা হাসপাতালে চাঁদাবাজি, স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ, বাসে চাঁদাবাজি, ক্যাম্পাস এলাকায় নিয়মিত ছিনতাই-চাঁদাবাজিসহ ছাত্রলীগের নানা অপকর্মের খবর গণমাধ্যমে আসলে এসব অভিযোগে আলোচনায় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।  

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর