ঢাকা, শনিবার, ৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

উত্তরা ইউনিভার্সিটিতে ল’ অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল “Law Alumni Reunion 2024”। আজ শনিবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে উত্তরা ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রায় তিন শতাধিক অ্যাডভোকেট উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি নাইমা হায়দার (বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন), প্রধান পৃষ্ঠপোষক উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আর লেখা। বিশেষ অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী, শাহ্ মনজুরুল হক এবং মো. মোস্তাফিজুর রহমান (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গাজীপুর)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব আর্টস এণ্ড সোশ্যাল সায়েন্স ও চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব ল’র ডিন প্রফেসর ড. জাকির হোসেন।

অ্যালামনাই অ্যাডভোকেটদের সম্মানে দুপুরে মধ্যাহ্ন ভোজের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে “Law Alumni reunion 2024” অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর