ঢাকা, বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

শাবি শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, সিলেট:

২০১৮ সালের পরিপত্র বহাল ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে ১ দফা দাবি নিয়ে তিন দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। প্রথম দুদিনের মতো সোমবারও তারা শাবিপ্রবি-সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়ক ঘণ্টাখানেক সময় অবরোধ করে রাখেন। এতে এ সড়কে যানজট সৃষ্টি হয়ে যাত্রীদের ভোগান্তি হয়। এর আগে মিছিল করেন ছাত্র-ছাত্রীরা।

সোমবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিকাল ৪টায় মূল ফটকের সামনে অবস্থান নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধকালে অর্থনীতি বিভাগের ছাত্র মো. কামরুজ্জামান বলেন, ১৯৭১ সালে এদেশের মানুষ মুক্তিযোদ্ধ করেছিলেন বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার জন্য। কিন্তু স্বাধীনতার অর্ধশত বছরে এসেও মেধাবীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিডি প্রতিদিন/এএম

 



এই পাতার আরো খবর