ঢাকা, বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

জাবিতে সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত, দাবি মেনে নেওয়ার আহ্বান
জাবি প্রতিনিধি

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রয়েছে। 

আজ সোমবার টানা ৮ম দিনের মতো তারা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। ওইদিন বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরা। 

এদিকে টানা কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ে প্রায় অচল পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূরীকরণ এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের দাবি আমাদেরকে যেন পেনশন স্কিম প্রত্যয় থেকে বাদ দেওয়া হয়। সরকারকে আহ্বান জানাবো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য হলেও আমাদের দাবি মেনে নেওয়া হোক। দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।    

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর