ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ট্রেন আটকে কোটাবিরোধী আন্দোলন বাকৃবি শিক্ষার্থীদের
অনলাইন ডেস্ক
ট্রেন আটকে কোটাবিরোধী আন্দোলন বাকৃবি শিক্ষার্থীদের

ট্রেন আটকে কোটাবিরোধী আন্দোলন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টা ৫৫মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা

জানা গেছে, কোটা প্রথা বাতিলের দাবিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন করছেন বাকৃবির শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে কোটা বাতিলের দাবি জানান।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ময়মনসিংহ স্টেশনে আটকা পড়েছে হাওর এক্সপ্রেস। এছাড়াও এই রেলপথের বিভিন্ন স্টেশনে আরও ট্রেন আটকা পড়েছে। কখন এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর