ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সরকারি চাকরির সব গ্রেডে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চেয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে এবার শাহবাগ মোড়ে ফিরে আসছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।  

বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে সর্বাত্মক ব্লকেড কর্মসূচিতে অন্যান্য স্পট ছেড়ে শাহবাগে এসে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।

সন্ধ্যা ৭টায় এখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলে জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

তাই বিকেল থেকে বাংলামোটর, কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, মৎস ভবন, নীলক্ষেত, চানখারপুলসহ অন্যান্য স্পট ছেড়ে শিক্ষার্থীরা শাহবাগে আসা শুরু করেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা এই আন্দোলনের মাধ্যমে হাইকোর্টকে মেসেজ দিতে চাই যে কোনো বৈষম্যমূলক রায় আমরা মেনে নেব না। নির্বাহী বিভাগ এবং সরকারকে আমরা বার্তা দিতে চাই যে যতক্ষণ না আমাদের দাবি সরকার মেনে নেবে ততক্ষণ কোনো আপোষ হবে না

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে সর্বাত্মক বাংলা ব্লকেড এর ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ ইসলাম। এই ঘোষণা অনুযায়ী বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোটা সংস্কারের এক দফা দাবিতে সড়ক ও রেল অবরোধ কর্মসূচি পালন করা হয়।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর