ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুবি শিক্ষার্থীরা
কুমিল্লা প্রতিনিধি

পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার দিকে মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ মহাসড়কে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মিছিল, গান ও কবিতা আবৃত্তিতে মেতে উঠে। 

এদিন, ছাত্রীদের উপস্থিতি বেশি দেখা গেছে। শিক্ষার্থীরা টায়ার ও গাছের গুড়ি দিয়ে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের মো. ফারসিদ হোসেন জিসান, শামীম হাসানিয়াদ, মেহেদী হাসান, সাব্বির আহমেদ, মো. মেহেদী হাসান বলেন, পুলিশ আমাদের বন্ধুদের উপর অযথা হামলা করেছে। পুলিশ আমাদের বন্ধুদের অন্যায় ভাবে মেরেছে। তাই আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরে যাব না।

উল্লেখ্য, বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করার উদ্দেশ্যে বেরিয়ে আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানে তাদের আটকে দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ উত্তেজিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। শিক্ষার্থীরাও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর