ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জবির কোটা আন্দোলনকারীদের শাহবাগে অবস্থান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোটা আন্দোলনকারীরা এক দফা দাবিতে রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশি ব্যারিকেড ঠেলে শাহবাগে কোটা আন্দোলনকারীদের সাথে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেনি। 

বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন। এর আগে, শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে ক্যাম্পাসের উন্মুক্ত লাইব্রেরির সামনে জড়ো হয়। এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে পুরান ঢাকার শাঁখারি বাজার, রায়সাহেব বাজার, তাঁতিবাজার, বংশাল, গুলিস্তান, শিক্ষা ভবন, হাইকোর্ট, মৎস্য ভবন মোড়ে পুলিশের ব্যারিকেড ঠেলে শাহবাগ মোড়ে কোটা আন্দোলনকারীদের সাথে অবস্থান নেয়।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বিভিন্ন মোড়ে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। শিক্ষার্থীরা পুলিশকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে দৌড়ে সকল ব্যারিকেড অতিক্রম করে শাহবাগে অবস্থান নেয়।

আন্দোলনকারী জানান, আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাব। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে শাহবাগে অবস্থান নিয়েছি। পুলিশের কোনো বাঁধা আমাদের রুখে দিতে পারেনি।

বিডি-প্রতিদিন/শআ



এই পাতার আরো খবর