ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোটা আন্দোলন : জাবিতে গণসংযোগ, সমন্বয়ক কমিটি ঘোষণা
জাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনব্যাপী গণসংযোগ করেছে শিক্ষার্থীরা। অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমে চলে এ গণসংযোগ।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ গণসংযোগ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

এদিকে, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে চলমান বৈষম্যবিরোধী আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়টিতে একটি সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ এ কমিটি ঘোষণা করেন। ৩৮ সদস্যের এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের ২৪ জন শিক্ষার্থীকে সমন্বয়ক এবং ১৪ জনকে সহ-সমন্বয়ক হিসেবে রাখা হয়েছে।

এসময় জানানো হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন প্রতিনিধি আগামীকাল বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গভবনের উদ্দেশে গণপদযাত্রায় অংশ নেবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ও সংহতি সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর