ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

স্মারকলিপি দিলেন হাবিপ্রবির শিক্ষার্থীরা
দিনাজপুর প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে চলমান কোটা সংস্কার সংক্রান্ত বিতর্কের প্রেক্ষিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপির কপি জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করেছেন।  

রবিবার দুপুর ১২টায় দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ বরাবর এই স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. জানে আলম। 

কোটা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থী সানজিদা পারভীন রিপা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন’ এর কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি বরাবর দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছি। স্মারকলিপিটি ছিল জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে আইন প্রণয়ন প্রসঙ্গে। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর