ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শেকৃবিতে ছাত্রলীগের পাল্টা মিছিল
শেকৃবি প্রতিনিধি

কোটা আন্দোলনকারীদের বিক্ষোভের পাল্টা ব্যবস্থা হিসেবে মিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়(শেকৃবি) ছাত্রলীগ।

রবিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বের হয়ে কোটা আন্দোলনকারীরা একত্রিত হন শেখ লুৎফর রহমান হলে। এ সময় তারা- 'আমি কে তুমি কে? রাজাকার, রাজাকার', 'চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার' স্লোগানে দিতে থাকেন।   স্লোগান নিয়ে মিছিলটি শেখ লুৎফর রহমান হল থেকে শুরু করে শেরেবাংলা হল, নবাব সিরাজউদ্দৌলা হল, টিএসসি, কবি কাজী নজরুল ইসলাম হল এবং প্রশাসনিক ভবন পার হয়ে সাহেরা খাতুন হল, কৃষকরত্ন শেখ হাসিনা হল এবং উপাচার্যের বাংলোর সামনে দিয়ে আবার লুৎফর রহমান হলে এসে শেষ হয়।

এর বিপরীতে রাত প্রায় বারোটার  সময় ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেইটে জড়ো হতে থাকেন এবং 'বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাই নাই','একটা একটা রাজাকার, ধরে ধরে জবাই কর', ‘ধরি ধরি ধরি না, ধরলে মোরা ছাড়ি না' স্লোগান দিতে থাকেন। এসময় তারা লুৎফর হলের ভেতরে ঢুকে স্লোগান দিতে থাকলে হলের আবাসিক শিক্ষার্থীরা 'ভুয়া', 'ভুয়া' বলতে থাকেন।  

বিডি প্রতিদিন/এনএইচ



এই পাতার আরো খবর