ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং শিক্ষার্থীদের নবীনবরণ
অনলাইন ডেস্ক

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্প্রিং-২০২৪ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গ্রীন রোডের স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক।

এসময় বক্তব্য দেন উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, ব্যবসায় প্রশাসনের বিভাগের প্রধান সারোয়ার আর. চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার ও ছাত্র কল্যাণ পরিচালক ড. এ.এস.এম. মহসিন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ কে এম নজরুল ইসলাম। এছাড়াও নবীন শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের চারজন প্রাক্তন শিক্ষাথী।  এসময় বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও নবাগত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর