ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সরকারি চাকরিতে ‘মুক্তিযোদ্ধা কোটা’ নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে, শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে অতিদ্রুত সংসদে আইন তুলে কোটা সংস্কার পাস করতে হবে। 

এর আগে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জেরে রবিবার মাঝরাতে উত্তপ্ত হয়ে ওঠে শাবিসহ দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। রাতে সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হলে সেখানে ছাত্রলীগ বাধা প্রদান করে। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠে।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর