ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কোটা আন্দোলনকারীদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কোটা আন্দোলনকারীদের

প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, কোটা সংস্কারের দাবি এবং ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে এ অবরোধ শুরু হয়। এর আগে, বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকে (ডেইরি গেইট) অবস্থান নেন তারা। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে এ অবরোধে অংশ নেন গণবিশ্ববিদ্যালয়, বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজসহ সাভারের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।

শিক্ষার্থীদের দাবি, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহার, কোটা সংস্কারের দাবি এবং জাবিসহ সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যম্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।

বিকাল সোয়া ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা।

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর