ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গভীর রাতে ঢাবির জহুরুল হক হলে উত্তেজনা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ফাইল ছবি

কোটার সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধ্যরাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় শিক্ষার্থীরা হলের প্রধান ভবনের ফটকে অবস্থান নেন। 

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত দেড়টা থেকে হলজুড়ে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ভোরে হলগেটে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরে হল ছাত্রলীগের পদ প্রত্যাশীদের রুমে ভাঙচুর চালান সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের স্থায়ী নিষিদ্ধ চেয়ে প্রভোস্টের কাছে দাবি জানান। 

এর আগে রাত দেড়টার দিকে হলের শিক্ষার্থীরা কোটা আন্দোলনের পক্ষে একটি মিছিল নিয়ে হলের টিনশেড থেকে প্রধান ভবন হয়ে বর্ধিত ভবনের (এক্সটেনশন বিল্ডিং) দিকে যায়। এসময় হলে থাকা ছাত্রলীগের কয়েকজন পদপ্রত্যাশী দ্রুত হল ছাড়েন। 

এসময় শিক্ষার্থীরা ‘জহু হলে হামলা কেন, প্রশাসন জবাব চাই’’, 'একশন টু একশন, ডাইরেক্ট একশন,' 'আমার ভাই কবরে, প্রশাসন নীরব কেন', 'জহু হলে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই', 'কোটা না মেধা, মেধা মেধা' প্রভৃতি স্লোগান দেন। পাশাপাশি হলের ফটকে থাকা ছাত্রলীগের ব্যানার ফ্যাস্টুন ছিঁড়ে খুলে ফেলেন। এরপর হলের রাস্তায় এগুলো দিয়ে আগুন লাগিয়ে দেন শিক্ষার্থীরা।  

এদিকে রাত সাড়ে তিনটার দিকে হলের প্রধান ফটকের সামনে পুলিশের উপস্থিতিতে উত্তেজনা বাড়ে হলের মধ্যে। এসময় শিক্ষার্থীরা পুলিশকে দুয়োধ্বনি দিতে থাকে। শিক্ষার্থীদের শান্ত করতে হলের আবাসিক শিক্ষকেরা প্রধান ফটকের সামনে যান। কিছুক্ষণ পরে ফেরত এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন এবং শান্ত থাকার পরামর্শ দেন। 

সার্বিক বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড মো আব্দুর রহিম বলেন, আমরা উপস্থিত থাকার পরেও তারা এমন কাজ করেছে যা অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা হলে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করবো এবং জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসবো।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ/হিমেল



এই পাতার আরো খবর