ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ক্যাম্পাস ছাড়ছেন ইবি শিক্ষার্থীরা
ইবি প্রতিনিধি:

চলমান কোটা সংস্কার আন্দোলনে নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুর ১ টার মধ্যে ছেলেদের এবং আগামীকাল সকাল ১০ টার মধ্যে মেয়েদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হল ত্যাগের দেড় ঘণ্টা আগে এমন সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। অনেকেই বলছেন, প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা জনিত কারণে বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের হঠাৎ এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। হঠাৎ করে বাস, ট্রেনের টিকেট পাওয়া যাবে না বলে জানান শিক্ষার্থীরা। এদিকে, চলমান ভীতিকর পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে বন্ধের সিদ্ধান্তের আগেই অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাস ছাড়তে দেখা যায়।

মাহমুদুল হাসান জিহাদি নামে এক শিক্ষার্থী বলেন, ‘এই মূহূর্তে আচমকা কোন পূর্বাভাস ছাড়াই ‍যদি হল বন্ধ করা হয় তাহলে আমাদের দুর্ভোগের সীমা থাকবে না। বহিরাগত আটকাতে কেন হল বন্ধ করতে হবে? প্রশাসন কেন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’

শিক্ষার্থী আবির হোসেন বলেন, ‘যে পরিস্থিতিই হোক তাই বলে হল বন্ধ করতে হবে। প্রশাসনের জন্য এটা ব্যর্থতা। শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া তো প্রশাসনের কাজ। এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছি।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর