ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অনির্দিষ্টকালের জন্য হাবিপ্রবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  বুধবার বিকাল ৩টার মধ্যে শিক্ষার্থীদের ৮টি হল ত্যাগ করতে হবে।

একাডেমিক কাউন্সিলের ৬৭তম (জরুরি) সভার সুপারিশ এবং রিজেন্ট বোর্ডের ৫৭তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে শিক্ষার্থীরা হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর