ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস
জবির প্রধান ফটকে প্রশাসনের তালা ও পুলিশের অবস্থান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনের এক দফা দাবি ও সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'কমপ্লিট শাটডাউন' এ ফাঁকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। একই সাথে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয় প্রবেশে সর্বসাধারণের নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ের চারপাশে ঘুরে এ চিত্র দেখা যায়।

দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিকল দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের প্রবেশাধিকারও সংরক্ষিত করা হয়েছে। ক্যাম্পাসের প্রধান ফটকে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। এছাড়া ভিক্টোরিয়া পার্কসহ ক্যাম্পাসের চারপাশে পুলিশ মোতায়েনের পাশাপাশি সাঁজোয়া যান দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, নিরাপত্তার স্বার্থে আজ ক্যাম্পাসে সকল শিক্ষার্থী এবং বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ



এই পাতার আরো খবর