ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শাটডাউনে রাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
রাবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে হামলা ও হত্যার  প্রতিবাদে বিক্ষোভ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। 

শিক্ষার্থীরা বলছেন, দেশে কোটা আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ জানাই। গতকাল এই বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের উপর পুলিশ টিয়ারগ্যাস ও গ্রেনেড হামলা করেছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। 

জানা গেছে, দুপুর ২টার দিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে শাটডাউন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিলে পুলিশ তাদের বাধা দেয়নি। দুই ঘণ্টা অবরোধ শেষে তারা চলে যান। 

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর