ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শাটডাউনে অচল পুরান ঢাকা
মাহির মিলন, জবি

কোটা সংস্কার আন্দোলনের এক দফা দাবি ও সারাদেশে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'কমপ্লিট শাটডাউন' অচল পুরান ঢাকা। একই সাথে মোড়ে মোড়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সর্তক অবস্থানে বন্ধ রয়েছে ব্যবসায় প্রতিষ্ঠান-দোকানপাট।

বৃহস্পতিবার বিকাল ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুরান ঢাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। 

সরেজমিন দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ পুরান ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটককে তালা ঝুলানো। প্রতিটি ক্যাম্পাসের সামনে সর্তক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

এছাড়াও অলি-গলিসহ সব মোড়ে মোড়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সর্তক অবস্থান রয়েছে। এসময় পুরান ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে বিক্ষোভ মিছিল ও সড়কে মহড়া দিয়েছেন। এসময় নেতাকর্মীদের হাতে ইটপাটকেল, লাঠিসোটা, রড, স্ট্যাম্প দেখা গেছে। 

সরেজমিনে আরও দেখা যায়, কোটা আন্দোলনকারীদের শাটডাউনে পুরান ঢাকার বেশিরভাগ ব্যবসায় প্রতিষ্ঠান-দোকানপাট বন্ধ রয়েছে। এমনকি খাবারের হোটেল, মুদি দোকান, ওষধ দোকানসহ জরুরি নিত্য প্রয়োজনীয় কয়েকটি দোকান ছাড়া খোলা ছাড়া সবকিছু বন্ধ রয়েছে। 

এদিকে, শাট ডাউনে পুরান ঢাকায় এদিন সকাল থেকে তাঁতি বাজার, নয়াবাজার, বংশাল, গুলিস্তান, রায়সাহেব বাজার, শাঁখারি বাজার, বাংলা বাজার, সদরঘাট,  ধোলাইখাল, নবাবপুর, গেন্ডারিয়া, সূত্রাপুর সহ সবগুলো রুটের গণপরিবহন বন্ধ। এসময় এসব রুটে রিকশা, সিএনজি, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এছাড়াও এদিন সকাল থেকে পুরান ঢাকায় বিভিন্ন সড়কে সাধারণ মানুষের উপস্থিতি নেই বললেই চলে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে লালবাগ বিভাগের এডিসি বদরুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। আজকে কোথায় আন্দোলনকারীদের দেখি যায়নি। তারপরও আমরা সর্তক অবস্থান রয়েছি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর