ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি
অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

গত ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশিদ খানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আট সপ্তাহের মধ্যে তদন্ত জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মনসুর আহম্মদ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ফেরদৌসী বেগম ও অ্যাডভোকেট অধ্যাপক শফিকুল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুলাই ও তার পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সিন্ডিকেট। কমিটিকে আগামী ৮ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 



এই পাতার আরো খবর