ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নয় দফা দাবি আদায়ে কুবিতে বিক্ষোভ
কুমিল্লা প্রতিনিধি

নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও জেলার একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিছিলে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। 

এদিকে, কর্মসূচি শুরু হওয়ার আগে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন একদল সশস্ত্র লোক। তারা কিছু ছাত্রকে মারধর করে অভিযোগ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, আজকে আমাদের বিক্ষোভ মিছিল ছিল। আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া ও মারধর করা হয়েছে। আমরা সেটা প্রশাসনকে জানিয়েছি। এটা আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাব।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ফটকের সামনে থেকে মিছিল বের করে নবাব ফয়জুন্নেছা হল, প্রক্টরের বাসভবনের সামনে ঘুরে আবারো বিশ্ববিদ্যালয় ফটকে ফিরে আসেন। এরপর শিক্ষার্থীরা ১৫ জুলাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিবস হিসেবে ঘোষণা করেন।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর