ঢাকা, বুধবার, ৩১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শিক্ষার্থীদের হয়রানি না করতে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বান
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে অনুরোধ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এ ধরনের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে প্রক্টর অফিসকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে। 

এর আগে, গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিশ্ববিদ্যালয়টির নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার আহ্বান জানায়। 

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর