ঢাকা, বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

রাবিতে ছাত্রলীগের কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
রাবি প্রতিনিধি
উদ্ধারকৃত দেশীয় অস্ত্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহিদ শামসুজ্জোহা হলে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা। ছাত্রলীগের সন্দেহজনক কক্ষে তল্লাশি চালালে দেশীয় অস্ত্র উদ্ধার হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম বলেন, সন্দেহজনক কিছু কক্ষে তল্লাশি চালানো হয়েছে। এতে বেশকিছু কক্ষ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। চিহ্নিত কক্ষের আবাসিক শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, শহিদ জোহা হলে ছাত্রলীগের ব্লকসহ সন্দেহজনক বেশকিছু কক্ষে তল্লাশি চালায় হল প্রশাসন ও শিক্ষার্থীরা। তল্লাশির পর ৮টি কক্ষে রামদা, রড, লাঠি ও ছুরি পাওয়া গেছে। পরে অস্ত্রগুলো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীরা বলছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা হলকক্ষে অস্ত্রের আড়ত বানিয়ে রাখত। কক্ষে নিয়ে শিক্ষার্থীদের মারধর ও ভয়ভীতি দেখাত। তাদের কক্ষ থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই  



এই পাতার আরো খবর