ঢাকা, সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার 'জবি সংস্কার আন্দোলন' নামের প্ল্যাটফরম থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করেন। 

এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবন ঘেরাও করে সেখানে সমাবেশ করেন। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আর কোনো রাজনীতি চলবে না। বিশ্ববিদ্যালয়টিকে কলোনি হিসেবে ব্যবহার করা যাবে না। আমরা বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের জোর দাবি জানাচ্ছি।'

শিক্ষার্থীরা আরও বলেন, 'বাইরের কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে অবরোধ করে দেওয়া হবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের শিক্ষকদের মধ্যে থেকে উপাচার্য নিয়োগ দিতে হবে।'

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত যত উপাচার্য এসেছেন, তারা অতিথি পাখির মতো ছিলেন। অতিথি পাখি নতুন একটি জায়গায় এলে সেখানকার পরিবেশ বুঝতে বুঝতে সময় চলে যায়। আমরা এখন চাই না বাইরের কোনো উপাচার্য আসুক। অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য হয়ে এলে এক-দুই বছর লেগে যায় পরিবেশ বুঝতে। তাহলে কাজ করবে কখন? এত দিন কি আমরা ঘোড়ার ঘাস খাব?’

আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাইরের কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে অবরোধ করে দেওয়া হবে।’ 

উল্লেখ্য, গত ১১ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ও প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এর পর থেকে উপাচার্য পদটি শূন্য রয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর