মধ্য রাতে বৃষ্টির মধ্যেই ভারতবিরোধী মিছিলে সরব হয়ে উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) । ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এই বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লাসহ বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতকে দায়ী করে বুধবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে টিএসসির সামনে থেকে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিডি প্রতিদিন/জুনাইদ