শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. মো. শাহ আজম পদত্যাগ করেছেন।
আজ বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি। ২০২১ সালের ৮ ডিসেম্বর শাহ আজম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন।
শেখ হাসিনার পতনের পর থেকে শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন।
এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে তার পদত্যাগ চেয়ে তালাবদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরবর্তীতে উপাচার্যের পদত্যাগ পর্যন্ত আমরণ অনশনে বসেন তারা।
বিডি প্রতিদিন/জুনাইদ