ঢাকা, বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেলে ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি
আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন এবং সম্প্রতি আনসারদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

বৃহস্পতিবার মেডিকেলের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নেন তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় উপাচার্যের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ সময় শিক্ষার্থীদের চিকিৎসাসহ যেকোনও প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি। এছাড়াও আহত প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা ও আন্দোলনে নিহত ছাত্র-জনতার পরিবারকে ডেকে তাদের সঙ্গে আলোচনা সভা করার কথাও জানান তিনি।

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর