ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ নবনিযুক্ত জবি উপাচার্যের
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। 

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এক বিষয়টি অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, সবাই শুভেচ্ছা জানাতে পারবেন। কাউকে কোনো নিষেধ নেই। কিন্ত ফুল না নিয়ে আসার জন্য অনুরোধ থাকবে।

তিনি আরও বলেন, অনেক ত্যাগের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে, অনেক রক্ত ঝরেছে, আবার বন্যাও হলো। অনেক ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা। সে জন্য আমাদের খেয়াল রাখতে হবে শুভেচ্ছা জানানোটা যেন সেলিব্রেশনের পর্যায়ে চলে না যায়।

এর আগে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পান সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত এ শিক্ষক। 

প্রসঙ্গত, গত ১১ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ এবং প্রথম নারী উপাচার্য হিসেবে পদত্যাগ করেন অধ্যাপক সাদেকা হালিম।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর