ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

চবির ৯ অনুষদে ডিন এবং নতুন প্রক্টর নিয়োগ
চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ অনুষদের ডিনদের মেয়াদ শেষ হওয়া অব্যাহতি দিয়ে নতুন ডিন এবং প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। ডিন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগকৃতরা ডিনের দায়িত্ব পালন করবেন।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নিয়োগ দেওয়া হয়।  

এর মধ্যে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন চবির ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ যোগদানের তারিখ থেকে এক বছর এ দায়িত্ব পালন করবেন।  

এছাড়া নতুন নিয়োগ পাওয়া ডিনরা হলেন:

চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এসএম নছরুল কদির, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলাউদ্দিন মজুমদার, আইন অনুষদের ডিন আইন বিভাগের অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন ইন্সটিটিউট অব মেরিম সায়েন্সের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন। এছাড়া উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নিজে শিক্ষা অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর