ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটের গোলাপগঞ্জ
স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকার ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের গোলাপগঞ্জের সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়ার নৌকা প্রতীকের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে ৯ নম্বর ওয়ার্ডের খলাগ্রাম এলাকায় জামায়াত ঘরানার স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের কর্মী-সমর্থকরা এ কাণ্ড করেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

অভিযোগ থেকে জানা গেছে, সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর ৯ নং ওয়ার্ডের খলাগ্রামের বাসিন্দা। জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে প্রায় ২'শ গজ দূরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়ার ব্যানার-পোস্টার টানানো ছিল। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কালা ও সাবুসহ কয়েকজন এসে নৌকা প্রতীকের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলেন। পরে বিষয়টি আওয়ামী লীগের প্রার্থী, কর্মী ও সমর্থকদের নজরে আসলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান জানান, জাহাঙ্গীর আলমের কর্মী ও সমর্থকরা নৌকা প্রতীকের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি গোলাপগঞ্জ থানার ওসিকে জানানোর পর তিনি রির্টানিং অফিসারের কাছে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন।

পরিস্থিতি বিবেচনায় ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের স্থিতিশীল রাখতে প্রশাসনকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়াকে বলা হয়েছে এ বিষয়ে থানায় অভিযোগ দেয়ার জন্য। তারা থানায় এখনও কোনো অভিযোগ দেননি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।



এই পাতার আরো খবর