ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এবার সাইকেল চড়ে স্কুলে যাবে ১০০ ছাত্রী
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
এবার সাইকেল চড়ে স্কুলে যাবে ১০০ ছাত্রী

সিলেটের বিশ্বনাথে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের একশত ছাত্রী পেয়েছে একটি করে নতুন বাইসাইকেল। এখন থেকে সাইকেলে চড়ে স্কুলে যাবে তারা। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে এগুলো বিতরণ করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এ ছাড়া আরও বিশটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয় ক্রিড়া সামগ্রী।

বিশ্বনাথের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে দেওকলস ডেভেলপমেন্ট ট্রাস্ট-ইউকে’র সাধারণ সম্পাদক আজম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খাইরুল আমিন আজাদ, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম এ রহিম প্রমুখ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর