ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

কর্মবিরতি অব্যাহত, অপেক্ষায় চা শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক, সিলেট

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে সিলেটে চা শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। শুক্রবারও ১৪তম দিন তারা বাগানে কাজে যাননি। তবে এদিন তারা কোন ধরণের বিক্ষোভ কর্মসূচি পালন করেননি। চা-বাগানের মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর শনিবারের বৈঠকে কী সিদ্ধান্ত আসবে, সেই অপেক্ষা করছেন তারা।

দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে সিলেটের ২৩ বাগানের পঞ্চায়েত কমিটি মালনীছড়া মন্দিরে বৈঠকে বসেন। বৈঠক শেষে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চা-শ্রমিক নেতৃবৃন্দ। চা-বাগান মালিকদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের সিদ্ধান্তের জেনে তারা পরবর্তী করণীয় সর্ম্পকে জানাবেন। 

উল্লেখ্য, ১২০ থেকে ৩০০ টাকায় দৈনিক মজুরি উন্নীতকরণের দাবিতে সিলেটসহ সারাদেশের চা শ্রমিক গত ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন। প্রথম দু’দিন ২ ঘণ্টা কর্মবিরতি পালনের পর ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠকে চা শ্রমিক নেতারা কাজে যোগদানের ঘোষণা দিলেও সাধারণ শ্রমিকরা তা প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যান। আন্দোলনকারী শ্রমিকদের দাবি, প্রধানমন্ত্রীর সাথে তারা ভিডিও কনফারেন্সে সরাসরি কথা বলতে চান। মজুরি বৃদ্ধিসহ অন্যান্য সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর মুখ থেকে আশ্বাস পেলে তারা কাজে ফিরে যাবেন। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর