ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বনাথে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউব (বারটান) আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জ। 

প্রশিক্ষণে অংশ নেন উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা, স্কুল-মাদরাসা শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিত, মহিলা, মৎস্য, প্রাণী সম্পদ, স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ কর্মকর্তা, ইউপি সদস্য, এনজিও কর্মীসহ ৩০ জন প্রশিক্ষনার্থী। 

প্রথম দিনে পুষ্টির চাহিদা পূরণে ফল চাষের উপর প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, হাঁস-মুরগি ও গবাদি পশু পালনের উপর প্রশিক্ষণ দেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভ্যাটেনারি সার্জন শামীমা সুলতানা, স্বাস্থ্য সম্মত-পুষ্টি গুণ সমৃদ্ধ খাদ্যাভ্যাসের উপর প্রশিক্ষণ দেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউব (বারটান) আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জ’র বৈজ্ঞানিক কর্মকর্তা সাদ্দাম হোসেন।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর