ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটে খাল দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক, সিলেট:

বর্ষায় জলাবদ্ধতা নিরসনে শুষ্ক মৌসুমে খাল উদ্ধারে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বুধবার সকালে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর সোবহানীঘাটে অভিযান চালিয়ে গোয়ালিছড়া দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

সিসিক সূত্র জানায়, সিলেট নগরীর অভ্যন্তর দিয়ে প্রবাহিত বড় ৯টি খালের মধ্যে একটি হচ্ছে গোয়ালিছড়া। সোবহানীঘাট কাঁচাবাজারের পাশ দিয়ে প্রবাহিত ওই ছড়ার উপর অবৈধভাবে বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এতে খাল দিয়ে পানি প্রবাহে বিঘ্ন ঘটছিল। বুধবার সকালে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। 

এসময় মেয়রের সাথে ছিলেন সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, তৌফিক বক্স লিপন ও এস এম শওকত আমিন তৌহিদসহ করপোরেশনের কর্মকর্তারা। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর