ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
অনলাইন ডেস্ক

সিলেটে জ্বালানি তেলের সংকটের কারণে ডাকা আগামী রবিবারের (২২ জানুয়ারি) ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে রেলওয়ে ওয়াগনে সরবরাহের পাশাপাশি লরি দিয়ে ডিজেল সরবরাহের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. নাজমুল হক এ তথ্য জানান।

এর আগে নিজ সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে রেলওয়ে ওয়াগনে সরবরাহের পাশাপাশি লরি দিয়ে ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি দেয়া হলে পাম্প মালিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন।

জেলা প্রশাসকের সভাপতিত্বে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় অনুষ্ঠিত সভায় পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানির প্রতিনিধিরা এবং ফিলিং স্টেশন মালিকরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, দৈনিক ১০ লাখ লিটার ডিজেলের বিপরীতে কোম্পানিগুলো ৩ লাখ লিটার সরবরাহ করছে। এতে বোরো মৌসুমে পাম্পগুলো ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর