ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সুনামগঞ্জ
‘প্রতিবন্ধী’ মায়ের বিরুদ্ধে মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি
আলামত সুরক্ষায় বাড়িটি তালাবন্ধ করে রাখা হয়েছে

সুনামগঞ্জে পৌর শহরে শারীরিক প্রতিবন্ধী ঘুমন্ত মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগে ‘মানসিক প্রতিবন্ধী’ মাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৮ টার দিকে শহরের হাজীপাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় মা আছিয়া বেগমকে (৫৫) আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। 

নিহত ফারজানা আক্তার তাহেরা (২২) হাজীপাড়া এলাকার মৃত আমিজুল করিমের মেয়ে।

পুলিশ জানায়, হাজীপাড়া একালার একটি বাসায় মা কর্তৃক ঘুমন্ত ফারজানাকে হত্যার বিষয়টি পুলিশকে জানায় ভাই নূরে আলম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মাকে আটক করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ সময় হত্যায় ব্যবহৃত বটি জব্ধ করেছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ  ঘটনাস্থল পরিদর্শন করে জানান,  বুধবার সকালে ঘটনাটি ঘটে। মা মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে জানা যায়, ২২ বছরের এই মেয়েটি দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধী ছিলো। করোনায় মেয়েটির বাবা মারা যাওয়ার পর মা প্রতিবন্ধী মেয়েকে দেখভাল করতেন। হয়তো প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘ দিন ধরে কষ্টে ছিলেন। মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে এমনটি ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত মাকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে বলে জানান তিনি। 

সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী আশরাফ খান জানান, আলামত সুরক্ষায় বাড়িটি তালাবন্ধ করে রাখা হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর