ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ব্যাংক কর্মকর্তা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রতীকী ছবি

সিলেটে ব্যাংক কর্মকর্তা প্রণজিত পাল হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবনের রায় দিয়েছেন আদালত। সোমবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামাণিক এই রায় ঘোষণা করেন। আদালতের স্পেশাল পিপি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপন পাল মৌলভীবাজার জেলার সদর উপজেলার মনোহরকোনা গ্রামের মৃত রবীন্দ্র কুমার পালের ছেলে। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন একই গ্রামের যোগেন্দ্র পালের ছেলে বিমল পাল, মৃত রবীন্দ্র কুমার পালের ছেলে উত্তম পাল, অনিল চন্দ্র পালের ছেলে আশীষ পাল ও মৃত তারণ পালের ছেলে চিত্তরঞ্জন পাল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ জুন রাত ৯টার দিকে মৌলভীবাজারের শমশেরনগর সড়কে চট্টগ্রাম সেনেটারি দোকানের সামনে আসামিরা ব্যাংকার প্রণজিত পালকে রিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী কাঞ্চন রানি পাল বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর