ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

মনিপুরি নটমণ্ডপে ‘রিমান্ড’ মঞ্চস্থ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জের প্রত্যন্ত ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে মঞ্চ নাটক ‘রিমান্ড’ মঞ্চস্থ করা হয়েছে।

গত শনিবার রাতে নাটকটির তৃতীয় মঞ্চালয়ে দর্শক উপস্থিতিতে নটমণ্ডপ কানায় কানায় পূর্ণ ছিল। এর আগে গত শুক্রবার একই নটমণ্ডপ দ্বিতীয় এবং গত ২২ জানুয়ারী ঢাকা শিল্পকলা একাডেমীতে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। 

শুভাশিস সিনহার রচনা ও নির্দেশনায় এবং হৃৎমঞ্চ প্রযোজনায় রিমান্ড নাটকে একজন নৈরাজ্যবাদী লেখকের গল্প তুলে ধরা হয়েছে। 

নাটকের মূল চরিত্র নৈরাজ্যবাদী লেখকের ভুমিকায় আসাদুজ্জামান নূর এমপি ও গোয়ন্দা পুলিশ কর্মকর্তার চরিত্রে জ্যোতি সিনহা অভিনয় করেন।    নাটকের অনান্য চরিত্রে অভিনয় করেন সউদ চৌধুরী, আনিসুর রহমান রিমন, শাহনাজ জাহান, বর্ষা, শাকিল আহমেদ, সজিব হোসেন, সৌম্য সিংহ, শম্পা সিংহ ও কামাল উদ্দিন। 

নাটকটি দেখতে ঢাকা থেকে ছুটে আসেন অভিনেত্রী সারা জাকের, নিমা আনাম, চলচিত্র প্রযোজক হাবিবুর রহমান। 

শুভাশিস সিনহা বলেন, ‘সারা বিশ্ব এখন বিভিন্ন কারণে অস্থিতিশীল। যে কারণে মানুষের মধ্য নৈরাজ্য বাদী চিন্তা তৈরী হচ্ছে। মানুষের মনে ধারণা জন্মেছে যে, এ পৃথিবী বাসযোগ্য নয়। নাটকে এখান থেকে মুক্তির পথ বের করার চেষ্টা করা হয়।’ 

আসাদুজ্জামান নূর এমপি বলেন, ‘এই নাটকে অভিনয় করে খুব ভাল লেগেছে। দর্শকরা যত বেশি নাটক দেখবে, নাটকের পথ তত বেশি সুগম হবে।’ 

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর