ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ালেন সিসিক মেয়র আরিফ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সংগৃহীত ছবি

সিলেট নগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উদ্বোধন করা হয়েছে। সোমবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর ধোপাদিঘীর পূর্বপারস্থ বিনোদিনী নগর মাতৃ সনদে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উদ্বোধন করেন।

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প দ্বিতীয় পর্যায় এ ক্যাম্পেইনে সিলেট নগরীতে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল পাবে ৭৮ হাজার ১২৯ জন শিশু।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এ বছর সিলেট সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট কেন্দ্রের সংখ্যা থাকবে ৩৪৮টি। সিলেট সিটি কর্পোরেশন আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়নে কর্মশালায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।   

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর