ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

প্রতিবন্ধী সেই পরিবারের পাশে বিশ্বনাথের ইউএনও
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

'প্রতিবন্ধী চার ভাইবোনের মানবেতর জীবন'- শিরোনামে দেশের জাতীয় পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিণে প্রিন্ট ও অনলাইন ভার্সনে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর তাদের পাশে দাঁড়ালেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

বাড়িতে পৌঁছে তাদের খোঁজখবর নিয়ে নগদ অর্থ সহায়তা দেন তিনি। শুধু টাই নয়, পাশাপাশি আশ্বাস দেন অবশিষ্টজনের ভাতার ব্যবস্থা ও ঘর নির্মাণ চেষ্ঠার।

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের পাঠানেরগাঁও (তালুজগত) গ্রামের মৃত মন্টাই মিয়ার সন্তান প্রতিবন্ধী চার ভাই-বোন। তাদের মধ্যেরুবিনা বেগম (৩০) শ্রবণ প্রতিবন্ধী, মিনারা বেগম (২৬) ও রুকশানা বেগম (২০) দৃষ্টি প্রতিবন্ধী এবং তাদের একমাত্র ভাই লিলু মিয়া (২৪) বহুবিধ প্রতিবন্ধী। তাদের দেখভাল করার মতোও নেই কেউ। 

জরাজীর্ণ কুটিরে অভাব-অনটন সঙ্গী করে কোনও মতে দিন পার করছিলেন তারা। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন। প্রকাশের পর গেল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের বাড়িতে হাজির হন ইউএনও। নগদ অর্থ প্রদানের পাশাপাশি আশ্বাস দেন সার্বিক সহায়তার।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, সরকার ৩ জনকেই ভাতা দিচ্ছে। দেখাশুনার মতো কেউ না থাকায়, অসহায়ত্বে চরম পর্যায়ে বসবাস করছেন তারা (প্রতিবন্ধী পরিবার)। তাদের সহায়তায় সমাজের অন্যদেরও এগিয়ে আসা উচিত। আমাদের সাধ্যমতো চেষ্ঠা অব্যাহত থাকবে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর