ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বনাথে মহান স্বাধীনতা দিবস উদযাপন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) প্রত্যুষে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। 

পরে সকাল ৬টায় শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিশ্বনাথ পুলিশ স্টেশন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদ মাঠে আয়োজন করা হয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের। 

সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা আলোচনা সভা ও ইফতার মাহফিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর প্রমুখ।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর