ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হাকালুকি হাওরে বোরো ধান কাটা উৎসব
নিজস্ব প্রতিবেদক, সিলেট

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরে কৃষকদের উৎসাহ দিতে বোরো ধান কাটা উৎসবের আয়োজন করেছে কৃষি বিভাগ। কৃষকের ধান কাটার এ উৎসবে শামিল হয়েছেন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনীতিক নেতারা।

হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় কৃষক শ্রীবাস দাসের জমিতে সোমবার ধান কাটা শুরু হয়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

উদ্বোধন শেষে কৃষকের সঙ্গে ধান কাটেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, কৃষক শ্রীবাস দাস প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বড়লেখায় এ মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ১৪৩  হেক্টর। বোরো ধানের চাষ হয়েছে ৫ হাজার ৩৭৩ হেক্টর জমিতে।

উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, হাওরের নিম্নাঞ্চলে ধান কাটা শুরু হয়েছে। ফলনও ভালো হয়েছে। কৃষকদের উৎসাহ দিতে আমরা হাকালুকি হাওর এলাকায় ধান কাটা উৎসব করেছি। কৃষকের সাথে জমিতে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, রাজনীতিকেরা ধান কেটেছেন। এতে কৃষকেরা খুশি। এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৩৫ হাজার মেট্রিক টন। আশা করা যাচ্ছে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। 

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর